কবিতা :- ঘুমিয়ে গেলো সেই কবি
           মনোজ ভৌমিক


এখন আর 'অমলকান্তি'কে সেই রোদ্দুর হতে দেখিনা!
কারণ,শব্দ-অক্ষরের যন্ত্রণা সহ্য না করে সে বিপিন হয়ে গেছে।
সেই সত্যবাদী শিশুটিকেও আর কোত্থাও দেখিনা!
যে 'উলঙ্গ রাজা'কে দেখে সেদিন প্রথম হেসেছে।
আসলে ও বোধহয় বুঝেছে,দেশে রাজারা উলঙ্গই থাকে।
শুধু শব্দ-অক্ষরের বর্ণাঢ্য শোভাযাত্রায় চোখ রাখে।
'কোলকাতার যীশু'কে আজ আর টালমাটাল পায়ে রাস্তার অপর পারে হাঁটতে দেখিনা!
তবুও আজ সারা শহর দাঁড়িয়ে যায়, ঝাঁকামুটে ফেরিওয়ালা আর 'গেলো!গেলো!' শব্দ তোলে না।
আজ দামোদর উপত্যকা জুড়ে খুঁজতে থাকি,'অমলকান্তির' ছবি।
কালো অক্ষরে রোদ জ্বালতে জ্বালতে ঘুমিয়ে গেলো সেই কবি!