কবিতাঃ- ঘুঁটে হলেই মিলবে ফল
✍️ মনোজ ভৌমিক


বদলায় দিন বদলায় কাল
বদলায় মানুষের মন,
সময় এলেই প্রমানিত হয়
কে প্রিয়জন? কে প্রয়োজন??


প্রিয়জন আজকে কোথায় আছে!
প্রয়োজনটাই বড্ড বেশি!!
সে সময় আজ বদলে গিয়েছে
ভাবনা দেখি বড় উদাসী!


অনেককিছুরই বদল হয়েছে
বদলে গেছে জল হাওয়া,
হিসেব কষছি একে অপরের
কোথায় কার বেশি পাওয়া!


মুখোশ আজকে খুলছে সবার
চেনাজানাদের পরখ করি!
ধূসর হয়েছে সম্পর্কের ছবি
সত্য খোঁজা আজ বড্ড ভারি!!


স্বার্থ ভাঙছে মনের দেওয়াল
বৃদ্ধাশ্রমে চোখের জল,
গোবর আজকে হাসছে ভালোই
ঘুঁটে হলেই মিলবে ফল!