কবিতা:-গোলমেলে নোট
            মনোজ ভৌমিক


হাঁদারাম নয়তো ছেলেটা,বড্ড চালাক দেখি!
সাতসকালেই মাকে সে বোঝাতে থাকে সব কি কি!
দোকান থেকে ফিরে এসে,নোটগুলি দেখায় মাকে,
"আসল নকল কোনটা এতে, বলোতো তুমি দেখে?"
মা দেখে কন,"নকল কোথা? সবগুলিতো আসল।
বিদ্যাবুদ্ধি নাই তো ঘটে,এক্কেবারে পাগাল।"
"না গো মা,দেখো না চেয়ে,নোটগুলি সব কেমন!
তাড়াতাড়ি মেলাতে গেলেই ভুল হয় যে এখন।
দুশো টাকার নোটটা এখন দশের সথেই মেলে,
পঞ্চাশের নোটটা মাগো পাঁচে যে যায় চলে!"


খোকলা হাসি হেসে,মা তখন বোঝায় ছেলেটিরে,
"নোট এখন বদলে গেছে,দেখেই হিসেব ওরে।"