কবিতাঃ- গল্প কথা
✍️ মনোজ ভৌমিক


সব গল্পেই রোমান্স থাকে জেনো,
ওইখানেতে হৃদয়কে  বাগে এনো।
কিছু গল্পে কমিক্সও প্রয়োজন,
ট্রাজেডি যখন কাঁদায়া সবার মন।


ঐ গল্প লেখাও নয়তো সহজ কাজ,
চোখের পাতায় না থাকলে এ সমাজ।
কুশীলবেদের থাকে বড়ই বিড়ম্বনা,
শত কথার মাঝে কথাকে যায়না গোণা।


সেদিন গল্প ছিলনা এতই জটিল,
সময়ের ঘরে ভাবনা ছিল না কুটিল।
গল্প এখন ভাঙতে থাকে হরদম,
কথায় কথায় আমিত্ব দেখায় দম!


চরিত্রগুলোকে বোঝাও বড় দায়!
ভিলেন সবাই, নায়ক পাই কোথায়!!
প্লট সাজালেই লেখকের কি হয় জয়?
অধ্যায়ে অধ্যায়ে ভীষণ ভাবতে হয়।


কথার মধ্যে ভাবনার যদি হয় ক্ষয় !
প্রতি অধ্যায়েই থাকে সংঘাত নিশ্চয়।
ঐ হৃদয় ভাঙে কথায় কথায় দেখি,
প্রেম-প্রীতি আর ভালোবাসা হয় মেকি।


তবুও গল্প আজ চলছে পুরোদমে,
হলুদ চিঠি আজকেও নূতন খামে!
ব্যথা কথা নিয়েই এ গল্প উপন্যাস,
কিছু কথায় থাকে শব্দের উপবাস।