কবিতা :- গন্ধহীন ফুল
✍️ মনোজ ভৌমিক


যে ফুলের গন্ধ নেই সেও ভালোবাসা বোঝে ,
সকাল সাঁঝের বেলা ভ্রমরের ছোঁয়া খোঁজে।
অবহেলা অনাদর সব ওরই পাওনা,
প্রকৃতির সৌন্দর্য্য বিধানে সেও তো অনন্যা!


প্রতিদিন ফোটে কলি নিয়ে মনে বড় আশা,
দেবালয় না পেলেও চায় অলির ভালোবাসা।
পিয়াসী মধুপ খোঁজে সুরভিত ফুলমধু,
নিকৃষ্ট কীটেরা এসে দেহ ছিঁড়ে খায় শুধু।


হায় রে প্রকৃতি কেন দেখি এ বিসম খেলা!
গন্ধহীন ফুলে কেন ভ্রমরের অবহেলা!!