কবিতা:- গণতন্ত্র ফিরুক
কবি:- মনোজ ভৌমিক


শঙ্খধ্বনি বাজিয়ে কি আজো যুদ্ধ সূচনা হয়!
তাহলে কি ওই শঙ্খকে আজ বাজাই উচিৎ নয়?
শঙ্খ  বেজেছে সেথা আপনমনে,গোধূলি লগনে,
মঙ্গল বিধানে, মানবিক এক চেতনার জাগরণে।


শঙ্খ কিন্তু বোঝে নি ঠোঁটের রিক্ত পরিভাষা!
তাইতো শঙ্খ জাগালো ফুঁয়ে গণতন্ত্রের নেশা।
বোঝেনি শঙ্খ, ষাঁড়টি ছিল ফুটিফাটা মাঠে ছাড়া,
তাই হাম্বা রব, শঙ্খশব্দে হচ্ছে দিশেহারা।


সবুজ ঘাসেতে মুখ রেখে লেজ নেড়েছে দারুণ,
ঘাসের স্বাদও বোঝেনা যে ,শঙ্খ তো তায় করুণ!
রাজার বলদ,কন্ঠে বড় ঘণ্টিটা আছে বাঁধা,
শিঁঙের আকার ভয়ঙ্কর, স্বর্ণ মোড়কে সদা।


তাই তো ও বলে, কবি ছিল সেই রবীন্দ্র-নজরুল,
সমাজ চেতনা জাগানো কি আজ শঙ্খের হয় ভুল?
ব্রিটিশ শাসনে রবীন্দ্রনাথ "নাইট" ছেড়ে ছিল,
তাইতো রবিঠাকুরও সেদিন কবির কবিই হলো?


চেতনা শঙ্খ বাজিয়ে বাজিয়ে শঙ্খ হেঁটে চলুক,
উন্নয়ন ফাঁকা হুংকার ছেড়ে আজ গণতন্ত্র ফিরুক।