কবিতা:-গণতন্ত্রের আজও বড় অবেলা
           মনোজ ভৌমিক


এখনো ওরা যে ডুবেই সাঁতার কাটে!
বুঝেও বোঝে না পড়ছে দুর্বিপাকে।
স্রোতের টানেতে ভাসছে চুনোপুঁটি,
জেলেরা এখন গাড়ছে পুকুরে খুঁটি।
গভীর জলেতে রাঘব বোয়াল থাকে,
চুনোপুঁটিদের আড় চোখেতেই দেখে।
জেলেরা এখন ফেলছে জলেতে চারা,
চুনোপুঁটিরা পড়বেই জালেতে ধরা।
পায় না হিসাব,কার ভাগে কত আসে,
রাঘব বোয়াল জল ঘোলা করে ভাসে।
জেলেরা এখন ফেলছে যে চারা খুব,
রাঘব বোয়ালেরা রয়েছে গুপচুপ।
সময় কালেই পালটে দেবেই পাশা,
সব জেলেদের ওদের পরেই আশা।
রাঘব বোয়াল করবে জলকে ঘোলা,
চুনোপুঁটিদের মরণবাঁচন খেলা।
যেই জেলেদের জালেতে পড়বে ধরা,
বাজার তখন গড়বে কিন্তু ওরা।
এই নীতিতেই এগোচ্ছে মুখা খেলা,
গণতন্ত্রের আজও বড় অবেলা।