কবিতাং-গণু ধরেছে বায়না(শিশুতোষ)
✍️ মনোজ ভৌমিক


গণু ধরেছে বায়না,
যাবেই মামার বাড়ি।
লক্ষ্মী সরোর মুখ,
হয়েছে তিজল হাড়ি।


বললেন রেগে উমা,
মামায় যাওয়া বন্ধ।
হোথায় কঠিন ব্যামো,
বাতাসে ছড়ায় গন্ধ।


হাঁসটা বেশ গেল!
ময়ূরটা ডাকে কেকা।
লক্ষ্মী খুঁজছে বাহন,
ইঁদুরের নেই দেখা।


কার্তিক কুমার হাসে,
দেখেই সবার রঙ্গ।
বেরিয়ে বলেন উমা,
কে দেবে তার সঙ্গ!


গণুর থামলো কান্না,
চড়লো মায়ের কোলে।
লক্ষ্মী সরোর সাথে,
কার্তিক ভায়াও চলে।