কবিতা:- হামাগুড়ি খাচ্ছি
কবি:- মনোজ ভৌমিক


জানো মা,
আজ তোমার কথাটা খুব মনে পড়ে।
তুমি বলতে,"তুই যখন হামাগুড়ি দিতিস,
তোর বাবা তোর সামনে এসে দাঁড়াত আর বলত,
মেরুদন্ড সোজা করে আমার আঙুল ধরে ওঠ খোকন।"
আমি নাকি চেষ্টা করতাম বাবার আঙুল ধরবার।
কিন্তু পারতাম না।আবার হামাগুড়ি দিতাম।
তারপর কখন যে তুমি আমাকে দাঁড়াতে শেখালে
আজও বুঝিনি!
জানো মা,
মাঝে মাঝে রাতে আমার ঘুমের মধ্যে মনে হয়,
আমি এখনো হামাগুড়ি খাচ্ছি!
সকালে যখন ঘুমের থেকে উঠি,
হাঁঠুগুলোতে একটু ব্যথা অনুভব করি।
আচ্ছা মা,আমি কি সারাজীবন হামাগুড়ি দিতে থাকব?
মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারব না?
পারব কি করে?
আমার হতভাগ্য দেশটা এক প্রজন্ম স্বাধীনতার পরেও
তো সোজা হয়ে দাঁড়াতে পারলো না মা......