কবিতাঃ- হাঁটা
✍️ মনোজ ভৌমিক


সেদিন থেকেই হাঁটছি...
সেই যেদিন থেকে মা বলেছিল, খোকন সোনা,আয়.. চলি চলি, হাঁটি হাঁটি... পা পা...
কতবার পড়েছি...উঠেছি! কেঁদেছি!! তবুও হেঁটেছি...
চলে গেছে শৈশব... কৈশোর... যৌবন...
হাঁটছি তবুও আজ...যেমন হেঁটে গেছে অশ্বমেধের যজ্ঞ ঘোড়া!
আমিও হাঁটছি আজো... গ্রাম,
নদী-নালা, খাল-বিল, পথ-ঘাট ,শহর জুড়ে...
হয়নি এ হাঁটার শেষ! একটু জিরোবো ভাবি,
আরো যে কত পথ আজ বাকি!
পৃথিবীর সব হাঁটা ফুরিয়ে গেলে
আমিও ঘুমিয়ে যাবো তাদের মতন..
যারা এই ভাবে হেঁটে গেছে কত যুগ আগে!
এখন হাঁটে না কেউ! শুধু হেঁটে যায় কত শত যান!!
ওদের বুক ছুঁয়ে,ওরা সব ছুঁতে চায় খোলা আসমান!
এই বেশ ভালো আছি, রোদ পিঠে হেঁটে যাই
ছায়া ঘেরা বনের ভিতর...
আঁধার ঘনিয়ে এলে শুয়ে যাব ঐ মাটির উপর....
ওখানেই হয়তো বা শেষ হবে হাঁটা!