কবিতা:- হ্যাপি নিউ ইয়ার
            মনোজ ভৌমিক


আজকে আমি এই উনিশে পা দিলাম,
একুশ তো তুই! সেটাও বুঝে নিলাম।
বোঝার মধ্যে বল অবুঝ কেন হবো?
তোর প্রাণেতে বছর ঘুরে বেড়াবো।


সময় ফুরোলেই আবার অন্য চাল,
তুই তো থাকবি যেমন ছিলি রে কাল।
প্রযুক্তি কীটে ভরবে তোর বুক,
ধ্বংস নাচনে নেচেই নেবো সুখ।


আমার যে এখন অনন্ত যৌবন,
সময় আঁচড়ে খুঁজবি রে মধুবন।
এইখানে সেই মধু পাবি নাকি তুই!
জঠরে তৃষ্ণা, শক্ত এই ভুঁই।


পাওয়ার নেশায় উন্মাদ হবি জানি,
দ্বন্দ্ব বাঁধাবো আমি যে সুলতানি।
আলোর নেশায় থাকবি রে চিরকাল,
আমি খুঁড়বো তোর ভালোবাসার খাল!


হিংসা আগুন ছড়াবো তোর বুকে,
মানবতার দুর্গন্ধ নিস শুঁকে।
জন্ম থেকে খুঁজে দেখ এ পর্যন্ত,
কখনো কি আমি ছিলাম কভু শান্ত?


'হ্যাপি'কথাটা রাখনা রে বুকপকেটে,
'ইয়ার' হয়েই ঘুরবো শ্মশান ঘাটে।
'নিউর' মধ্যে সে ভাবনা নেই তো আজ!
এখন শুধু শেষের দিনের সাজ।


তবুও বলিস ওদের তুই একবার,
বলেবে জোরেশোরে,"হ্যাপি নিউ ইয়ার।"