কবিতা :-হারাইনি কি হোঁশ
         মনোজ ভৌমিক


সাত সকালে ঘুমের থেকে জেগে উঠে দেখি,
সূয্যিমামা দেয়নি হামা অন্ধ আকাশ,একি!
গিন্নী বলেন গড়গড়িয়ে সময় রসাতলে,
বুলবুলটা চুলবুলিয়ে মহা'র সাথে মেলে!
চতুর হাওয়া বুঝিয়ে দিলো আছেই ওর দম,
আমরা কেবল লড়েই মরি কেউ যাই না কম।
আপনমনে ভাবি বসে সময় নয় তো স্থির,
হেমন্ত দিনে বৃষ্টি মেঘ করছে কেন গো ভীড়!!
গর্বিনী এই গুজরাতটা বাংলা হলো নাকি!
যখন তখন মেঘবৃষ্টি দিচ্ছে কেন উঁকি!!
সময় দহনে জ্বলন্ত দেহে দেখি যে বড় সুখ,
মনের ভেতর ভাবনা খোঁজে হৃদয়ে অসুখ।
'কেয়ার' গেলো ক'দিন আগে আলতো করে নেচে,
মহা'র দাপটে মরবে এবার কৃষক জমি বেচে।
পরিবেশ আজ ছন্দ হারা ওরে তারে দিই দোষ,
হইনি কি আমরা উচ্ছশৃঙ্খল! হারাইনি কি হোঁশ!!




বি:দ্র:- হোঁশ হিন্দী শব্দ