কবিতা :- হাসি ফুটুক বারবার
           মনোজ ভৌমিক


এবার পূজোয় তুমি আমায় দিলে কি!
পিছন ফিরে তোমার শ্রীমুখটা দেখি!
ঠোঁটের কোণেতে চির পুরাতন হাসি,
চব্বিশান্তে হাসি ঝরে রাশি রাশি!!


টগর যুঠিকাঝি  ঢেউ খেলে যায় মুখে!
শিউলি বকুল ঝরছে হাসির ঝোঁকে!!
সন্ধ্যামণি তোমার চোখের তারায়!
অরুণ আলো দেহের ভাঁজে হারায়।


গত চব্বিশে বলোনি একবারও,
পঁচিশ মনেতে এ ভাবনা কেন এলো!!
মনোভাবনা মনেতেই লুকিয়ে রাখি,
ফাটা কাপাসী হেসেও তোমাকেই দেখি।


আলমারি দুটি ভরে গেছে তো কবেই!
কাবার্টখানি বানিয়েছ তুমি সবেই।
অনলাইনটা ব্যস্ত ছিলো তো বেশ,
আবার কেন নতুন ডিমান্ড পেশ!!


বুঝেছি প্রিয়া,ভরাবে যে কাবার্টখানি
নির্বিঘ্নে ডেবিট কার্ড দিলাম আনি।
পকেটটা ছিঁড়ে রোদ চলে গেছে হেঁটে,
আমার যা কিছু সব তো দিয়েছি বেটে।


তোমার খুশিতে ভরে উঠুক সংসার,
প্রাপ্তি সুখে হাসি ফুটুক বারবার।