কবিতাঃ-হাতছানি দেয় আপদ
✍️ মনোজ ভৌমিক


পথের কথা ভাবতে গিয়ে আজ হৃদয় হচ্ছে ভাঙা,
কোন পথেতে চলবো সবাই নেই তো কারুর জানা।
অন্ধ আকাশ,অন্ধ বাতাস,অন্ধ মানুষ জন,
বলছে সময়,এই পথই যে সুদূর প্রসারী এখন।


চলতে গিয়ে খাচ্ছি ঠোকর আজকে বারে বারে,
বন্ধুর এই পথটাকে পার করবো কেমন করে!
চারিদিকে কাঁটায় ভরা একটু আধটু ফাঁকা,
সামলে যদি পা না ফেলি দেখি মৃত্যু ছবি আঁকা।


সামলে সবারে চলতে হবে পদে পদে দেখি বিপদ,
আগামীর পথ নয় মসৃণ হাতছানি দেয় আপদ।