কবিতাঃ-হায় রে গণতন্ত্র
✍️ মনোজ ভৌমিক


আমি এখন গণতন্ত্রের নীরব আর্তনাদ শুনি,
মুখ লুকিয়ে ওকে কাঁদতে দেখি প্রতিদিনই!
এক বুক যন্ত্রণায় গোঁ গোঁঙাচ্ছে পরিযায়ী তন্ত্র,
ধর্মান্ধ ভাবনায় ও হয়েছে সময়ের নির্ঘন্ট।


গণতন্ত্রের শেষ উজ্বলাতেও আজ আগুন লেগেছে,
স্বার্থপর দেশাত্মবোধ অবাধে মানবিক তোষণে মেতেছে!
চুলার আগুনে খাঁ খাঁ করছে পেট জ্বলা খিদে...
কারা যেন বলে যায় বাঁচতে হলে পরিচয় পত্র দে।


এটাই এখনকার সময়ের সবচেয়ে বড় মূলমন্ত্র,
নইলে শরণার্থী শিবিরে চিৎকার করবে গণতন্ত্র।
এখন প্রতিদিন ছাব্বিশে জানুয়ারির গোপন বৈঠক বসে,
হায় রে গণতন্ত্র! স্বাধীনতার চুয়াত্তরেও তুই রইলি পরিহাসে।