কবিতাঃ-হায়রে সভ্যতা
✍️ মনোজ ভৌমিক


এক বুক যন্ত্রণা নিয়ে নির্বাক চিত্তে দাঁড়িয়ে আছে পৃথিবীর মানুষ!
ধনী-দরিদ্র, জাত-পাত, বর্ণ-বিবর্ণের মধ্যে হতাশার চোখ!!
আন্তরিকতা শূন্য হতে হতে দূরত্বের ব্যবধান হয়েছে প্রকট!


সময় এখন দুঃসময়ের রাজপথ দিয়ে হাঁটছে...
গাছের থেকে খসে খসে পড়ছে শুষ্ক-সতেজ পাতা!
শুদ্ধতা হারিয়ে গিয়ে চারিদিকে এখন শুধু দূষিত বাতাস!!


বুভুক্ষু মানুষেরা খুঁজছে এক টুকরো পোড়া রুটির গন্ধ!
ভালোবাসার শিউলিগুলো হারিয়ে ফেলেছে সান্ধ্য সৌগন্ধ-শ্রী!!
ভোর জাগে...রোদ নেই! রোদ নেই!! চারিদিকে তুফানী অন্ধকার!!!


কারা যেন চোরা বালির উপর দাঁড়িয়ে শোনায় নতুনের গান!
ক্ষুধার্ত মানুষেরা যেন জেনেও জানে না মসনদী লিপ্সুদের মিথ্যে সম্ভাষন!!
সভ্যতার বিবর্ণ ইতিহাস ছাপ রেখে যায় নির্মম অমানবিকতার!


অসহায় মানুষের মতন দুই শতাধিক দেশ আজও মূক, নির্বাক!
হায়রে সভ্যতা! সময়ের ইতিহাসে গড়ে গেলি মানুষের মৃত্যু উপত্যকা !!