কবিতাঃ-হে ভারত বীর (সনেট)
✍️ মনোজ ভৌমিক


বিষাক্ত এ পৃথিবীতে মানবতা লুপ্ত
চেতনা ঘুমায় একা নীরবে নিভৃতে
আত্মায় আত্মীয় নেই স্বার্থে মগ্ন চিত্ত।
সঙ্কট সময় দেখি আজ এ ধরাতে।


'জীব সেবা শিব সেবা' ভাবনা আহত
রাজনীতি রঘুচক্রে কেউ নেই ভালো
ধর্মের দামামা বাজে আজকে সর্বত্র
নেশাগ্রস্ত প্রজন্মকে কে দেখাবে আলো?


দেশপ্রেম ভাবনাটা মসনদী খেলা
ভবিষ্যৎ দ্রষ্টা জাগো,হে ভারত বীর
ঘনিয়েছে চারিদিকে বড় কালবেলা
প্রতীক্ষা গভীর মনে রয়েছি অধীর।


এসো হে যোগীপুরুষ একবার ফিরে
বাঁচাও এই বিশ্বকে সম্প্রীতির ডোরে।