কবিতা :- হে খ্রিষ্টাব্দ পিতা
            মনোজ ভৌমিক


শতাব্দীর শীত অন্ধকার ভেদ করে
বেরিয়ে আসে আর একটা বড়দিন!
মনুষ্য ভাবনা নিয়ে পালিত হয় হেথা,
সেই মহামানবের জন্মদিন।
বেরিয়ে আসা সূর্য-আলোয় সে কি দেখতে পায়
জেগে ওঠা ওই ফুটপাতের কান্না?
ভাবনার গভীরে মুখ লুকোতে থাকে
অসংখ্য মানুষের জাগ্রত চেতনা।
হে মহামানব,তুমি জেগে ওঠো আজ,
তোমার জেগে ওঠার আজ  প্রয়োজন আছে।
চারিদিকে আজ দেখি ঘোর অমানিশা,
এ পৃথিবীটাও শঙ্কায় ধুঁকছে!
তুমি আর একবার জন্ম নাও হে খ্রিষ্টাব্দ পিতা,
হিংসা বিদ্বেষ ধর্মান্ধতা বিলুপ্ত করে,
জন্ম দাও আর এক নতুন সভ্যতা।
নচেৎ রুধিরাক্ত ক্রুশের থেকে
মানুষের যন্ত্রণা বুকে নিয়ে,
আর একবার স্মিত হাসি হেসে
বলে যেও, "ওদের ক্ষমা করে দিও।"