কবিতা:- অজেয় হে কবি
            মনোজ ভৌমিক


এখনো হোথায় দাঁড়িয়ে আছে সেই প্রাচীন বট!
পুষ্করিণী তীরে কাঁদে সারা শরীরে নিয়ে জট।
ঘুম ভাঙা পুরবী জানালা চেয়ে থাকে মোর পানে ,
ভাবনারা খুঁজে মরে না-জানি কিসের কিবা টানে ।


কালো কালো ভগ্ন অক্ষররা দিগন্তে ধায়,
আজ সবাই শব্দ গড়ে পূর্ণতা আনে তায়!!
সাবেকি ভাবনাগুলো দেখি আধুনিকতার তালে,
তবুও বলে কারা,"কি কথা যেন অলক্ষ্যে বলে!!"


পদ্মা গঙ্গার কূলে কত যে নাও দোলা খায় !
মাঝিরা ঢেউ এরই তালে ভাটিয়ালী গান গায় ।
শান্তিনিকেতন জুড়ে বসন্তের উৎসব
মনের গহীনে বাজে অতি মরমীয়া সেই রব।


তোমারই কল্পনা জেগে রয় আকাশে বাতাসে,
গীতাঞ্জলীর অঞ্জলি সকলেরই সকাসে।
চির ভাস্বর তুমি আছো বেঁচে ভাবুক মনেতে
প্রতিদিন খোঁজা কবি তোমায় স্মৃতির পাতাতে।


বিশ্বমাঝে আজও তুমি অজেয় বরেণ্য কবি,
কবিরা জেগে রয় ,জাগে না সে ভাবনার ছবি।