কবিতা (সনেট)
শিরোনামঃ- হে পরিব্রাজক
✍️ মনোজ ভৌমিক


দিব্যকান্তি সুপুরুষ সুন্দর শ্রীমুখ,
অধরের দীপ্তি ভাসে সূর্য সম তেজে।
অরূপ লোচন হেরি মনে জাগে সুখ,
জ্ঞানগর্ভ বাণী যার এ বিশ্বে বিরাজে।


তিনিই বিবেকানন্দ বঙ্গের সন্তান,
আন্তরিক সম্ভাষণ বড়ই মধুর।
চিকাগোয় দেখালেন ভারত মহান,
নিমেষেই করলেন নিকট সুদূর।


কর্মই শ্রেষ্ঠ সম্পদ মন্ত্র ছিল যার,
গড়তে সমৃদ্ধ দেশ আহুত যুবক।
জীব সেবা শিব সেবা ভাবনাই তার,
ভবিষ্যৎ দ্রষ্টা তুমি হে পরিব্রজাক।


একবার জন্ম নাও হে মহামানব,
ধর্ম জীবন ধারণ হোক অনুভব।