কবিতা :- হে শিক্ষার অরূপ রূপকার
        মনোজ ভৌমিক
  


ভারতরত্ন তুমি হে শিক্ষার অরূপ রূপকার,
তোমার জ্ঞানের আলোয় ভারতভূমি জয়জয়কার।


প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষার সংমিশ্রণ ঘটিয়েছো তুমি,
তোমারই স্মরণে " শিক্ষা দিবস" তোমারেই নমি।


জ্ঞানের দীপ্তি ছড়ায়েছো ভারতবর্ষ ও কেম্ব্রিজে ,
অশিক্ষার থেকে মুক্তি চেয়েছো শিক্ষার আলোকে।


দর্শনের প্রশংসা করেছিলেন নোবেলজয়ী দার্শনিক,
দুটি রণে বুদ্ধ কথা বলেছো  মহান রাজনীতিক।


রাষ্ট্রনেতা,অদম্য সাহসে রক্ষা দেশের গরিমা,
দার্শনিকতার সাথে দেশবন্দনার নিজ মহিমা।


আদর্শ শিক্ষকতা ছড়িয়ে যাক সমাজের সর্বত্র,
তোমার পদাঙ্ক অনুসারী আজকের  শিক্ষক-ছাত্র।