কবিতাঃ- হেমন্ত গোধূলি
✍️ মনোজ ভৌমিক


সাঁঝ গোধূলি ঘুমোয় একলা মনে,
রাত্রি নামছে বড়ই সঙ্গোপনে।
ঝাপসা চোখে দেখছি কত তারা,
ভাবনাগুলো সদাই বাঁধন হারা!


ঘাস ভিজিয়ে শিশির খুঁজছে মাটি,
ভাবনা ওখানে ভীষণ পরিপাটি।
সেঁদো গন্ধেই ভালোবাসার ঘ্রাণ,
হেমন্ত দিনে কে গায় প্রেমের গান!


আমলকী বনে নেই তো মনের সুখ,
জোনাক জ্বলা রাতের কাঁপে বুক।
ঘাস ফড়িংয়ের মিথ্যে লাফন ঝাঁপন,
একলা ঘরেই নিশিথ শয্যা যাপন।


ইচ্ছে গুলো কেন যে বড় বেহিসাবী!
বিজনে বসে ঘাঁটছি পুরানো ছবি।
তোর কথাটা ভাবছি আজকে বেশ,
ভাবনা শুধুই সময়ের  ভাগশেষ।