কবিতাঃ- হেমন্ত
✍️ মনোজ ভৌমিক


ধোঁয়াটে আঁচলে ঢাকা পৃথিবীর রূপ!
পাখিদের কলরব রয়েছে নিশ্চুপ!!
দিগন্ত রাঙাতে চায় প্রভাতের রবি!
রংধনু রঙে হাসে আকাশের ছবি!!


সোনালী ধানের শীষে হাসে মুক্ত কণা,
নবান্নের গন্ধ মাখে কৃষক আঙিনা।
ফুলে ফুলে ভ্রমরেরা ওড়ে বড় সুখে,
আনন্দ ছড়িয়ে পড়ে ধরনীর বুকে।


আসেনি উত্তর বায়ু হেমন্তের দেহে
খসছে গাছের পাতা সময়কে ছুঁয়ে!
মাটির মনটা আজ বড়ই অস্থির!
ঘাসেদের বুক বেয়ে নামছে শিশির।


ক্লান্ত দ্বিপ্রহর গায় বিষাদের গান,
সান্ধ্য তিমিরে ঘুমায় শেষ কলতান।