কবিতা :-হেমন্ত দিনে...
          মনোজ ভৌমিক


ধোঁয়াটে এই শহরটার বৃষ্টি ভেজা চোখ,
রয়েছে কারা চুপেচুপে! করছে বসে শোক!!
সময় এখন বিষণ্ণ অতি মনেতে সন্তাপ,
হৃদয় গহীনে বড়ই জ্বালা প্রেমের উত্তাপ।


চশমা ভাঙা কাঁচের ফাঁকে ফানুশী রোদ্দুর,
কে যেন হেথা খুঁজছে বসে সময় হারানো সুর!
বাঁধন ছাড়া লাগাম হারা হৃদয়ী উপকথা,
মেঘলা মনে এনড্রয়েডে লিখছে সকল ব্যথা।


চিলেকোঠার সেই ভাবনাগুলো বড্ড পিছু টানে,
এখন শুধু ব্যর্থ প্রলাপ আকাশ গঙ্গা মনে।
ভাবের ঘরে ভাবনা কাঁদে বলছে 'হেথা কে কার!'
সবার জন্য ভাবনাটা আজ বড্ড বেশি বেকার।


কেন যে এই হৃদয় নদে জোয়ারভাটা আসে!
হেমন্ত দিনে ওই আকাশে কেন বৃষ্টি মেঘ ভাসে!!