কবিতাঃ-হে ভারত রত্ন
কলমেঃ- মনোজ ভৌমিক


বাংলার শেষ নক্ষত্রের স্থান হলো আকাশে!
পারিজাত সম সৌরভ ছড়িয়ে বিশ্ব বাতাসে।
ইতিহাস সাক্ষী হেথা তুমি ভারতের রত্ন,
সময়ের ধারাপাত রাখবে কি মহা যত্ন!


সয়েছো গভীর নীরবে ব্যথা নীরব অভিমানে,
নিস্বার্থ দেশাত্মবোধ রেখে গেলে এইখানে।


মসনদী লড়াইয়ে আসক্তি ছিল না  কভূ,
নীরব সৈনিকসম হয়েছো ভারত প্রভু।
তোমার মহাপ্রয়াণে নির্বাক বিশ্ব সংসার,
আকুল দরিয়ায় তরী কে দেবে ভরসা আর!