কবিতাঃ- হে বিদ্রোহী বীর
✍মনোজ ভৌমিক


কোথা তুমি বিদ্রোহী বীর! হে সাম্যবাদী,
জেগে ওঠো ফের আরেকবার বজ্র নিনাদী।
আবারও জন্ম নাও চুরুলিয়ায় জৈষ্ঠের রক্তরাগে,
বিদ্রোহের গান গাও অশান্ত বরিষণ আগে।
পরিযায়ী শ্রমিকের রক্তে ভেজা দুই চোখ,
প্রখর রৌদ্রে ক্ষুধার্ত পেটে করছে ওরা শোক।
রাজনীতির নীতিকথা যেন ঝলসানো বেগুন,
তোমার কলমে উঠুক জ্বলে সেই বিদ্রোহের আগুন।
শোষিতের আর্ত চীৎকার তুমি ছাড়া বুঝেছে কে কবে!
মোগল ব্রিটিশ গেলেও ওদের জন্য কেউ ভাবে না এ ভবে!!
শরীর জুড়ে বঞ্চনার শৃঙ্খল,হতাশা হয়েছে সাথী,
মুখ বুজে সব সয় ওরা বিষম পরিস্থিতি।
সময়ের আক্ষেপে ওরা সবাই এখন মজবুর,
হিসেবের খাতায় লেখা নাম পরিযায়ী মজদুর।
রিক্তশূণ্য দেহ নিয়ে ফিরে যেতে চায় আপন নীড়ে,
কারা যেন বৈষম্যের গান গায়.. ধর্মের ধ্বজা নেড়ে।
হে বিদ্রোহী বীর..এসো,আর একবার কবি বুকে এঁকে দাও পদচিহ্ন,
প্রশ্ন করো, হে নীরব ঈশ্বর, আজও কি তুমি তাদের জন্য!