কবিতাঃ- হে নীলকণ্ঠ ঈশ্বর
কলমেঃ- মনোজ ভৌমিক


কোথা তুমি যাও চলি স্বয়ম্ভূ ঈশ্বর!
ক্ষণেক তাকিয়ে দেখো  একা মিত্রবর।
শ্রাবণী পূর্ণিমা তিথি  শুভ জন্ম লগ্ন,
আজন্ম বন্ধুত্ব কথা  কেন আজ ভগ্ন!
স্বপনে অভয় সদা  বন্ধুত্ব প্রকট,
নিদ্রা হতে উঠে দেখি  লাগে যেন শঠ!
এ কেমন লীলা প্রভু  শুধু প্রতারণা!
অহেতুক দাও কেন অসীম যন্ত্রণা।


চারিদিকে কলরব  সম্প্রীতি বন্ধন,
তোমাকেই খোঁজে জেনো সদাই এ মন!
নীল বিষ ছড়িয়েছে  সারা বিশ্বময়,
সম্পর্ক হয়েছে ব্রাত্য  বড় সংশয়!
হে নীলকণ্ঠ ঈশ্বর এসো ফিরে তুমি,
বিষ মুক্ত করে দাও এই ধরা ভূমি।