কবিতা:- হে পরমেশ্বর
✍️ মনোজ ভৌমিক


আশ্বিনের শিশিরে সিক্ত চৈত্রের আকাশ!
দিনমণি লুকয়িত বহে হিমেল বাতাস!!
পৃথিবীময় বিষাণু খেলিছে বিষম খেলা!
এ কোন খেলা খেলে এ প্রকৃতি এই বেলা!!


রুদ্ররূপে প্রচ্ছন্ন করি ঘনায়েছে আঁধার,
অশনি সংকেত যেন পুকারে চারিধার।
আর কত শাস্তি দেবে এ অধম জীবকূলে!
সুন্দর শ্রীমুখ দেখাও অনুতাপ ভুলে।


মৃত্যুর হাহাকার শুনি জল স্থল নভেঃ!
এমত দৈন্যদশা ছিল না তো এই ভাবে!!
কোথা তুমি পৃথিবী ঈশ্বর! জাগো, তুমি জাগো!!
আর কত লীলা খেলা খেলবে বলো নাগো?