কবিতা:- হিমা এক প্রতিভার নাম
            মনোজ ভৌমিক


জহুরী কিন্তু জহরটা ভালো চেনে,
একথা আজ আমি একা তো বলছিনে।
বলছে আজকে কত শত সব লোক,
ইতিহাস যা বলে সেটাই সত্যি হোক।


গুরু-চোখ এখনো  সঠিক শিষ্য যাচে,
তাই হিমা ওদিন গেলো না পশ্চাতে।
কে চিনতো বলো আজ ওকে এর আগে?
প্রতিভা কিন্তু অনিয়ম পথে জাগে।


প্রতিভাবান সাধারণ রূপেই থাকে,
ওদের দেখে বোঝে না সব লোকে।
জেতার পরেও বিশ্বাস ছিল না মনে,
ভাবুক ভাষাটা বলে দিলো ওইখানে।


খোঁজ! খোঁজ!খোঁজ! ছিপছিপে কালো মেয়ে,
কোন দেশেতে গেলো সোনা-মেডেল নিয়ে?
তোমরা বললে," ইংলিশে বিপর্যয়,"
আমি বলি,"মানসিকতার হলো ক্ষয়।"


বিশ্ব তাকিয়ে দেখলো অচেনা মেয়েটিকে,
অবাক আমরা,ডাল-ভাত শরীরে জোর দেখে।
নাকসিটকোবে দেখে গরীবের মেয়ে?
জানে কি কেউ প্রতিভা  কোথায় লুকিয়ে?


হিমা কিন্তু আজ নাম এক প্রতিভার,
প্রতীক্ষাতে দেশ,পাবে অনেক উপহার।