কবিতাঃ-হিংসুকের মৃত্যু (শিশুতোষ)


ঐ ঝিঁঙেফুলে ফড়িং উড়ে
উড়ছে প্রজাপতি,
তাইনা দেখে পিপীলিকার
উড়ার হলো মতি।


পিপীলিকার গজালো পাখা
উড়লো ভীষণ তেজে,
প্রজাপতিরে বললো গিয়ে
তোর মতো হ'বো সাজে।


যেই না বলা হঠাৎ করে
পড়লো ভূমি 'পরে,
"পিপীলিকার পালক গজায়
মরিবার তরে।"


মা'র কথাতে ছোট্ট খুকুর
উঠলো টনক নড়ে,
বললোন মা,হিংসুকেরা
এমনভাবে মরে।