কবিতা:- হিংসুটি তুই
           মনোজ ভৌমিক


এমনি করে যখন তখন আসিস কেন তুই !!
আধবুড়ি শরীরে ফোটে কেন ভালোবাসার জুঁই!!
বুঝিস নাকি এ মনেতে আজ রঙ বাহারি রঙ!
ফাগের দিনে সতীন সেজে দেখাস কেন রে ঢঙ !!


যখন তখন মেটে কি রে মনের সকল আশা !!!
এমনিকরে ভাব দেখালে পাবিই কি ভালোবাসা !!
চৈত্রতে এলি তুই উড়িয়ে উন্মাদী তনু মন,
বৈশাখেতে নিলি মনে মোর ঘর ভাঙা সেই পণ!


যক্ষের হৃদয় ভেঙে তুই বর্ষা হলি যেদিন,
নেচেছি আমি তোর সাথে ময়ূর ছিলাম সেদিন।
শরৎ মনে লুকোচুরি খেলা খেললি কত তুই!
চোখ ভিজিয়ে হেমন্ততে ঠ্যাঙ্গা দেখালি সই...!!


শীতের সময় জড়ালি এই বুড়ো শালিক মন,
এ ফাগুনে মন রাঙানোয় তোর কি প্রয়োজন !!
বলতে গেলে মুখ ফুলিয়ে থাকিস কেন সদাই..!!
হিংসুটি তুই, ভালোবাসা করিস কেন খোদাই..!!!