কবিতাঃ- হও নতুন দিনের সাথী
            মনোজ ভৌমিক


পোপ এখন হাতনাড়া দেন সকাল আর সাঁঝে,
ব্রাহ্মণরাও মন্ত্র পড়েন ঘরের মাঝে মুখ গুঁজে।


মৌলবীগণ মসজিদেতে আজ একলাই বিরাজে,
ঈশ্বর মুখ লুকিয়েছেন সময়ের কারসাজে।


মানুষের মাঝে দানব যারা জয় করতে চায় বিশ্ব,
বলতে পারো,ঐ মানুষগুলো কার হবে আজ শিষ্য!


দিন আনে আর দিন খায় যারা ফুটপাতে করে বাস,
চালচুলোহীন ঘরেতে বন্দী ফেলছে দীর্ঘশ্বাস।


গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীতে মানিয়ে নিতে পারে ওরা,
আজ শুনছে বিশ্বটাকে জড়িয়েছে মারণ জ্বরা ।


বিজ্ঞানীরা পাচ্ছে না খুঁজে মারণরোগের ওষুধ,
ভাবনা এখন গৃহবন্দী ধর্মও যেন অদ্ভূত।


ঈশ্বর কণা খুঁজতে গিয়ে ঈশ্বর কোথায় পেলি!
বিজ্ঞান জানি শুভচিন্তক কেন মৃত্যু নিয়ে খেলে হোলী!!


এবার বলো ধর্ম কোথায়! বিজ্ঞান কি অভিশপ্ত !
ভেদাভেদ সব চূর্ণ হেথায় সময় বড় শক্ত।


তাকিয়ে দেখো মানব ঈশ্বর জীব সেবাতে ব্রতী,
ওদের কথা মান্য করো হও নতুন দিনের সাথী।