কবিতা :- হয়তো সেদিন...
              মনোজ ভৌমিক


রোদ হেঁটে যায় মেঘলা আকাশ ছুঁয়ে,
প্রাণের কথা বলি বলো কোথায় গিয়ে!
অধীর মনে অতীত স্মৃতিচারণ,
রামধনু রঙে কাঁদছে কেন এ মন!!


মনের কোনেতে খেলছে বিষণ্ণতা,
সাবেকি আয়নায় খুঁজি রহস্য কথা!
তুই যেন আজ কত জন্মের চেনা !
ভাবনার আকাশ বড়ই যে অচেনা।


ফিরে যেতে গিয়ে পিছু টানছে দুটি পা!
কোন ক্ষণের মিলন লুকোনো হেথা!!
ঐ বিদর্ভ পথে হেঁটেছি অনেকবার,
কেউ তো ডাকেনি তোর মত এতবার!!


ইতিহাসের পাতা দেখছি খুলে খুলে,
বিবর্ণতা শুধু আস্তরনের ধূলে!
হৃদয় বীণার সুর কেন কেঁদে মরে!!
"অমরাবতী" কেন ডাকিস বারেবারে!!


কৃষ্টি হতেই সৃষ্ট পুরানো এ দেহ,
হয়তো সেদিন.. নেচেছিলো হেথা কেহ!