কবিতাঃ- হাগ ডে (জড়িয়ে ধরা দিবস)
✍️ মনোজ ভৌমিক


আজকাল জড়িয়ে ধরার কথা ভাবলেই
বিজোড় যেন দরজায় টোকা মারে!
পদার্থ বিদ্যার পরমাণু তত্ত্বের মত
একান্নবর্তী পরিবার বিজোড় হতে হতে আজ নিউক্লিয়!!
সুউচ্চ মৃত পাহাড় ক্ষয়ে ক্ষয়ে যেমন ধূসর মালভূমি!  খরস্রোতা নদীও সমতল ছুঁয়ে ছুঁয়ে
আজ কেমন সাগর মোহনা হাতড়াচ্ছে!!
সবুজ ঘেরা সেই বনাঞ্চল চোখের সামনে
কেমন রিক্ত হয়ে পড়ছে দিন দিন!
দিগন্ত জুড়ে আজ শুধুই বিষাদ রঙের খেলা!!
সন্ধ্যা বেলা আজ আর তুলসী তলায়
সার্বিক মঙ্গল কামনায় নিঃস্বার্থ প্রদীপ জ্বলে না!
বৃদ্ধাশ্রমের অন্ধ দেওয়ালগুলি
আজ সম্পর্কের ইতিহাস খুঁজতে থাকে!!
ভালোবাসা খুঁজতে খুঁজতে শুকিয়ে গেছে মাঠ,ঘাট, ভরা পুকুর!
নরম পলি মাটিও আজ ভালোবাসা রস হারিয়ে ফেটে চৌচির!!
জড়িয়ে ধরার কথা বললেই সেই অকৃত্রিম,অবিচ্ছেদ্য
ভালোবাসার সম্পর্কই বার বার চোখের সামনে ভেসে ওঠে!
তাই বুঝি দিন বদলে এখানেও "ডে" হয়!
কিন্তু ওখানে!!যেখানে মা'র মমতায় নির্লিপ্ত ছোট্ট শিশু!
দিন আজও ওখানে দিন হয়েই বেঁচে আছে ....