কবিতা :- হাইজেনিক
         মনোজ ভৌমিক


জানিস অনিকেত,
আজকাল আমি বড্ড বেশি হাইজেনিক হয়ে গেছি।
অন লাইনে ব্রান্ডেড পোশাক আশাক কিনি ,
এমনকি খাবারদাবারও নামীকোম্পানীর অর্ডার করি।
স্ত্রী পুত্র পরিজনদের হাইজেনিক হবার জ্ঞান দিই ।
অথচ জানিস্ , আমার বুড়ী মা,এখনো বালতিতে গোবর জল গুলে....
আঙিনায় শুদ্ধতার অর্চনা করেন!
বাবা,দুপুরে মাঠের থেকে ফিরে,সামনের নোংরা পুকুরটায় স্নান করেন !


এখন দুপুরে যখন গ্রামের বাড়ীতে খেতে বসি,
মা'র শরীর থেকে বিচুলিপোড়ার ধোঁয়া ধোঁয়া গন্ধ বের হয়!
ছোটোবেলায় প্রতিদিন আমি খাওয়ার পর মাকে জড়িয়ে ধরতাম।
কেন জানিস্ ! মা-মা গন্ধটাকে নেবার জন্য ।
এখনো মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে....
কিন্তু মা তো হাইজেনিক নন !
দুপুরে বাবার বুকের কাছে মাথা দিয়ে ঘুমাতে ইচ্ছা করে !
কিন্তু উনিও তো হাইজেনিক নন।
এবার বুঝি ওনাদেরও হাইজেনিক হতে হবে।
কারণ,সমাজের সর্বত্রই আজ প্রদূষণ!!