কবিতাঃ- ইচ্ছে ছিল
✍️ মনোজ ভৌমিক


ইচ্ছেগুলো যখনতখন
ভিড় করে এই মনে,
কোন ইচ্ছে যে হবে পূরণ
ঐ ঈশ্বরই তা জানে।


ইচ্ছে ছিল কলম হতে
লিখবে শত কবিতা,
কিম্বা হ'ব আঁকার তুলি,
ক্যানভাসেতে সবিতা!


ইচ্ছে ভীষণ কন্ঠ হবার
গাইবে গানের কলি,
লুকিয়ে থাকা বেদনা কথা
সবারে যেতাম বলি।


ইচ্ছে ছিল ঐ ঝর্ণা হ'ব
নাচবো পাহাড় বুকে,
নদী হয়ে মিলবে সাগরে
মোহনা মিলন সুখে।


ইচ্ছে হঠাৎ মন পাখিটা
কৈশোরে ফিরে যাবে,
নতুন করে তোর প্রেমেতে
আবার কবিতা হবে।


ইচ্ছে তো ভাই ইচ্ছেই হয়
লাগাম দেওয়া ভার,
সব ইচ্ছে তো হয়না পূরণ
স্বপ্ন দেখাই সার।