কবিত:- যাবেনা কভু ভোলা
            মনোজ ভৌমিক


জীবনে আজ আটপিঠে রোদ
পিয়াস লাগে যে বেশি,
সেই মুখিটাই ভাবি যে সদাই
মন হয়না উদাসী।
ছোট্টো ছিলি যখন রে তুই
ফুলের মতন তনু,
ডাকতাম তোরে আদর দিয়ে
আয়রে আমার জানু।
হামাগুড়ির সে ক্ষণটা এখন
মনের মাঝেই ঘোরে,
পায়ের শব্দ শুনেই তুই
লুকোতিস চুপ করে।
খুঁজতাম আমি মিষ্টি সুরে
কোথায় আমার সোনা!
পায়ের মল বাজিয়েই তুই
ইশারা দরজা কোণা।
তারপরেতেই শুরু যে হতো
কি যে দৌড় দৌড় খেলা!
সেই ছবি আজো মনের মাঝে
যাবেনা যে কভু ভোলা।