কবিতা:- জাগো সুলোচনা
✍️ মনোজ ভৌমিক


সুলোচনা, তুমি কি জেগে আছো?
না,অঘোর ঘুমে ঘুমিয়ে রয়েছে??
সাড়া দাও প্রিয়ে,
একবার চোখ খুলে দেখো।
আমি জানি,এ প্রচ্ছন্ন আঁধার তোমার আর ভালো লাগে না।
অভিমান ভাঙো সুলোচনা,অভিমান ভাঙো।
তোমার পাগল করা কাজল হরিণী চোখ খোলো,
তাকিয়ে দেখো,
বসন্ত গোধূলির রক্তিম দিগন্তের ক্লান্ত সূর্য
বৃদ্ধ বটবৃক্ষের শাখা ছুঁয়ে ডুবছে...
অজস্র ঝুরির বেষ্টনী ছিঁড়ে বেরিয়ে আসছে সূর্যের শেষ আভা!
একপা একপা করে অন্ধকার ছুঁয়ে যায় গোধূলি...
তুমি জেগে ওঠো সুলোচনা,জেগে ওঠো।
কী অপরূপ সৌন্দর্যের ছটা!
ভুলে যাবে ঐ মৃত্যুর কলরব,
ভুলে যাবে স্বজন হারানোর ব্যথা কথা।
ক্ষণিক পরে রাত্রি নামবে এ পৃথিবীর বুকে,
শুধু একবার চেয়ে দেখো প্রিয়ে,
তারপর না হয় তুমি ঘুমিও অঘোরে।
আমি তো জেগে আছি... আশৈশব যন্ত্রণা বুকে চেপে....