কবিতা:- জাগো তুমি জাগো
✍️ মনোজ ভৌমিক


শুনতে পাও কি তুমি? বেদনার্তের আর্ত কলরব??
দেখছো কি তাকিয়ে তুমি অজস্র মনুষের শব?
মূক বধির হয়েই নীরবে সইছো কি সকল ব্যথা!
বিবেকহীন মনুষ্যত্বের কাছে পরাজিত কি দেবতা!!


বিষিয়ে দিয়েছে যারা বায়ু, জল, স্থল আর নভঃ!
চারিদিকে ত্রাহি ত্রাহি,অশান্তিতে আজ দেখি এ ভবও!!
নীরব আর্তনাদে মরছে পরিয়ায়ী শ্রমিক ও পাখি,
সভ্যতার বিষবাষ্পে ঋতুর আমূল পরিবর্তন দেখি!


সর্বংসহাও ধরিত্রীও আজ অহরহ ফেলছে  দীর্ঘশ্বাস,
বন্ধ্যাত্ব প্রকট দেহে, কেবল গরল উদ্গিরণে এ বিকাশ।
হে বধির ঈশ্বর, এবার ওঠো, জাগো তুমি জগো,
কুটিল কুচক্রীদের কাছে মানবতার হিসাব মাগো।