কবিতাঃ-জাগরে বাঙালি জাগ
✍️ মনোজ ভৌমিক


কোজাগরী রাত কাঁদবে ওখানে
শারদীয়া অভিঘাতে,
কোরান এখানে চিৎকার করে
সময়টা সংঘাতে।
ত্রিপিটক আর বাইবেলটাকে
আঘাত করছে কারা!
মানবতা আজ বন্দী খাঁচায়
যেন শৃঙ্খলিত জরা!!


ধর্মের ধ্বজা চারিদিকে উড়ে
সভ্যতা আজ মহান,
ধর্ম আগে না ঐ মানুষ আগে?
প্রশ্নটাই ম্রিয়মান!
গীতা,বাইবেল, ত্রিপিটক,কোরান
কেন তোরা জন্ম নিলি?
তোদের কারণে ধর্ম সওদাগর
খেলছে রক্ত হোলী।


মানব শরীরে ধর্ম পরায় কেন
আগ্রাসী লাল জামা?
কোন ধর্মের মূল কথা ওটা
বলনা ধর্মের মামা।
কাঁটাতার দিয়ে বিভেদ গড়লি
জাত ধর্মের অজুহাতে,
রক্ত স্নাত ফাগুন কি জাগছে
পদ্মার ঘাটে ঘাটে?


জাগরে, বাঙালি জাগ আজকে,
উড্ডীন হোক মানবতা,
বাংলা কেন স্বীকার করবে
উগ্রবাদী ধর্মান্ধতা?