কবিতাঃ-জাগরে মানুষ
✍️ মনোজ ভৌমিক


এসোনা এবার একটু যুদ্ধ যুদ্ধ খেলি,
অনেক হয়েছে শত কথার নামাবলী।
রাস্তা মাপেনি আজো ওই মহামারী,
মুছে যায়নি বাঁচা শব্দটা 'বলোহরি!'


"বুদ্ধ"কথাটা শুদ্ধ কোথায় আজ,
মানবতাহীন ধ্বংস যুদ্ধের সাজ!
অস্ত্রে অস্ত্রে ভান্ডার গেছে ভরে,
না মরলে মানুষ যাচাই হবে কি করে!


জং ধরে গেছে আগুনী অস্ত্রের মুখ,
মেটাবে এবার দানবীয় অসুখ।
লেনিন, স্তালিন শুধুই জাগায় ব্যথা,
কমিউনিস্ট ছিল সময়ের উপকথা।


আসল কথা, সভ্য হয়েছি বলো কবে?
আদিম হিংস্র মানবতা আজও এ ভবে!
আধিপত্যের আজ দীপ্ত অহংকার!
তৃতীয় বিশ্বযুদ্ধের শুনছি যেন পুকার!!


চাই না আর সেই হিরোশিমা নাগাসাকি,
জাগরে মানুষ,বল,শান্তি পাবোনা নাকি?