কবিতাঃ- জন্ম তোমায় নিতেই হবে
কলমেঃ- মনোজ ভৌমিক


জন্ম তোমার অনেক হলো আসলটা বলো কোথায়!
ভাবনা নিয়ে নাচছে ওরা সঠিক ভাবনাটা যে ব্যথায়।
ঈশ্বর তোমার হয়েছে জন্ম শুনেছি দশম অবতারে,
আবারও তুমি কি জন্ম নিয়ে নাশো দুর্জন...তারে!


দুর্যোধন আর দুঃশাসনে ভরেছে এ সসাগরা,
দাম্ভিকতা ও কপটতায় উচ্ছন্নে যাচ্ছে যে ধরা!
এবারেও তুমি এসো ধরায় আবার আগের মত,
বিষ ছড়িয়েছে ভুবনে যারা তাদের করো গো হত।


হিংসা আগুনে জ্বলছে যারা মরছে জ্বালায় ভুগে,
তাদের এসে বুঝিয়ে দাও তুমি সম্ভবামী যুগে যুগে ।
এক কংস নেই তো হেথা লক্ষ ঘুরছে দেখি আজ,
দেবকীদের কারাগারে রাখতে নেই যে কোনো লাজ!


ও দ্রৌপদী আর কেঁদো না বিবস্ত্র তুমি হবেই,
ধর্ষিতা হোক কোটি দ্রৌপদী ভীষ্মরা চেয়ে রবেই!
হোক না আর এক কুরুক্ষেত্র মরুক না অক্ষৌহিনী,
কেঁদে ফিরুক ঐ গান্ধারীরা ভীমসেনকে তো চিনি!


আজকে তোমার খুব প্রয়োজন জন্ম তোমায় নিতেই হবে!
ওলিগলিতে শত সহস্র দুর্যোধন মরবে বলো তারা কবে !!