কবিতা :-জেগে ওঠে ঊনপঞ্চাশ
          মনোজ ভৌমিক


যুগ যন্ত্রণা বুকে নিয়ে হেঁটে চলেছে এক ক্লান্ত মুসাফির,
আটচল্লিশের প্রতিশ্রুতি বদ্ধরা আজ মুক ও বধির।
সময়ের আবেদনে নাকি রক্ত ঝরিয়েছে বাহান্ন!
বিস্ময়ের চোখে প্রশ্ন একাত্তরে কার জন্ম!!
চারিদিকে মন্বন্তর ও ভীষণ রাজনৈতিক অস্থিরতা,
চোখের সামনে ভেসে উঠেছে দুর্ভিক্ষ মহামারী অনিশ্চয়তা!
প্রতিহিংসার আগুন দেখেছে শৈশব, দেখেছে মানবিক বিপর্যয়।
ধীরে ধীরে সোচ্চার হয়েছে গণতন্ত্র, চেয়েছে স্বস্তির আশ্রয়।
এখানে ওখানে বারুদী আর্তনাদ,মাথাচাড়া দিয়েছে আতঙ্ক!
একবিংশ আজও খুঁজে চলেছে দারিদ্র্যের সঠিক অঙ্ক!
জল-স্থল- নভশ্চরে সমৃদ্ধির প্রবল উন্মাদনা,
সীমান্তের কাঁটাতারে আজও অঙ্কিত রক্তের আলপনা!!
সময়ের আবর্তনে মুসাফিরের ঊনপঞ্চাশে পদার্পণ,
চারিদিকে বেকারত্বের জ্বালা অবলোকন করছে এখন।
শরতের নিভু নিভু আলোয় বিষন্ন  আটচল্লিশ ঘুমিয়ে যায়...
অবক্ষয়ী সমাজে নব চেতনায় জেগে ওঠে ঊনপঞ্চাশ.. বাহান্ন হাত বাড়ায়।