কবিতা:-জেগে ওঠো এবার
             মনোজ ভৌমিক


খেলা কিন্তু উঠেছে ভীষণ জমে,
স্বর্গ হতে রথ আসবে ধরায় নেমে।
চৈতন্য জাগাতে বাজবে যে চেতনা খোল,
যদিওবা হেথা চেতনায় গণ্ডগোল।


উধোরপিণ্ডি বুধোর ঘাড়েই চড়ুক,
উন্নয়ন হতাশায় মরছে মরুক।
নেতারা নাচছে শুধুই গদির নেশায়,
রক্ত তোদের ঝরছে না হয় পেষায়।


রক্ত ঝরলে সাপোর্ট পাবোই খুব,
গদিটা পেলেই মেটাবো তোদের ও ভুখ।
ঐ আশ্বাসনটা নিরাশায় হবে কি শেষ?
হারুক বা জিতুক জগাইমাধাই বেশ।


খেলার সময় ওরা দারুণ জোরে খেলে,
সব বল গুলি ফেলতে চায় ওই গোলে।
তারপরেতে সেই কাদা ছোঁড়াছুঁড়ি খেলা,
সর্বস্ব হারিয়ে আশ্বাসে অবহেলা।


হতাশার বুকে পাথর মারবে কি তুমি?
জেগে ওঠো এবার, জাগুক জন্মভূমি।