কবিতা:-জেগে ওঠো হে শিক্ষাগুরু
✍️মনোজ ভৌমিক


স্কুলগুলি সব দাঁড়িয়ে আছে নীরব অভিমানে,
ঐ বেঞ্চিগুলোও প্রতিক্ষাতে সময়ের জয়গানে।
শিক্ষাগুরু করছেন শুরু গুডমর্নিং ও হ্যালো,
দেখতে শুনতে পাচ্ছো কিনা তোমরা চেঁচিয়ে বলো।


শিক্ষা এখন জ্বলছে দেখি অনলাইনেরই আঁচে!
সময়ের এ শিক্ষার বাহার জ্বলে পুড়েই বাঁচে!!
ছেলেপুলে সব লুকিয়ে খেলে পপজী নীল তিমি,
ভাবনার সাথে হারিয়ে যাচ্ছে বাস্তবতার জমি!


আসল নকল হব একাকার পাশফেল নেই আর,
সময় এসেছে শিক্ষিত নামের নামাবলী জপবার।
ভার্চুয়াল এই কথাটা আজ শিক্ষার অলংকার,
বিদ্যাসাগরের মূর্তি ভাঙাও সময়ের উপহার!


বুনিয়াদি সেই শিক্ষাটাকে খুঁজতে যেও না তুমি,
শিক্ষা এখন শ্রী খুইয়েই হয়েছে যে বন্ধ্যা ভূমি!
সর্বপল্লী কি পল্লীবালার  আঁচলে লুকাবে আজ!
বলবে কি মা,আমিই নেবো সে শিক্ষার সেরা তাজ!!


জেগে ওঠো হে শিক্ষাগুরু সময় যে দুর্বিপাকে,
বিষাণু ছড়িয়েছে সর্বত্রই বাদ দেয়নি শিক্ষাকে।