কবিতা:- জেগে ওঠো তুমি সেই আদর্শে
             মনোজ ভৌমিক


উড়ালপুলের গল্প এখন ওই কাগজকলমে থাক,
রিপোর্ট গুলো কাদা ছোঁড়াছুড়িতেই ধামাচাপা পড়ে যাক।
গণতান্ত্রিক এ দেশেতে সবার আছেই বলার অধিকার,
নিজের দোষ কেউ কি নেয়?মানুষ মরলে ক্ষতি বলো কার?


সমবেদনা আর সহানুভূতিতেই সব কিছু হয় শেষ,
ঐ মানসিকতায় আজো কিন্তু এগিয়ে চলছে দেশ।
একটা সেতু ভাঙলে পরে,জেগে ওঠে বিশের মরণ কথা,
আমজনতা শঙ্কিত আজ,মনে অকাল প্রয়াণ ব্যথা।


বিকাশ নামের ফানুশ উড়াই,সমৃদ্ধিতে এই দেশ,
কথার লড়াই বন্ধ হোক,মানুষী তন্ত্র হয় শেষ।
পাঁচটা বছর তোমার হাতেই,কেউ নিতে পারবে না  ছিনে,
স্বপ্ন তোমার চোখের কোণে,ঐ ইংল্যান্ড নাও চিনে।


নারীত্বকে করি সম্মান, তার আপোষ হীন সংগ্রামে,
কত কীর্তি রেখেগেছেন তিনি এই দেশমাতার চরণে!
জেগে ওঠো তুমি সেই আদর্শে আজ,যা ছিলে পুরানো দিনে,
ইতিহাস তোমায় মনে রাখবে,জন দরদী নেত্রী জেনে।