কবিতাঃ- জেগে ওঠো তুমি
✍️ মনোজ ভৌমিক


হে রুদ্র, তুমি জাগো প্রলয় নৃত্যে,
এ ধরিত্রী তপ্ত দাহের আবর্তে!
ত্রাহি! ত্রাহি! রব উঠে চারিদিকে,
অকাল মৃত্যু ঘটছে দিকে দিকে!


প্রকৃতি হয়েছে বড়ই শ্রী হারা!
প্রশ্ন মনেতে,পিছনে রয়েছে কারা?
গাছেদের বুকে যন্ত্রণা ওঠে জেগে,
দুপুরের মাটি উঠছে ভীষণ রেগে!


ঘাসেদের চোখে দেখি হতাশার ছায়া!
নির্বাক নদী হারিয়েছে তার কায়া!!
পুকুরের জলে পাঁক ঘেঁটে মরে মাছ!
অশথের ছায়া ডেকে বলে, তোরা বাঁচ।


বৈশাখে কেন নেই সে রুদ্র রূপ!
হে রুদ্র, কোথায় হারালে স্বরূপ??
জেগে ওঠো তুমি হে কালভৈরব,
মেটাও তৃষা, ভোলাও ত্রাহি রব।