কবিতা:-জেগে রবে সময়ের কবি
✍️ মনোজ ভৌমিক


একদিন এ কবিও হারিয়ে যাবে!
কবিতায় রয়ে যাবে অনন্ত জিজ্ঞাসা......
সে কবি কি আজও বেঁচে আছে?
যার ভাব ভাবনায় কেবলি হতাশা!
শব্দ অক্ষরগুলো শুধু কেঁদে যাবে
পাশকাটে চলে যাবে মিঠে রোদ্দুর,
সাতরঙা রং আকাশ ভুলে যাবে।
মাঠে কেঁদে মরে যাবে কৃষকের দল!
নদীবুকে ভাসবে না  আর কোনো নাউ!!
সবুজের বুক চিরে দাঁড়াবে ধূসর সভ্যতা!
হিজল বকুল আর খুঁজবে না কেউ।
রাজপথে জড়ো হবে স্বার্থের ঝড়,
খুঁজবে না আর কেউ, কে আপন? কেবা পর??
সমুদ্র হারিয়ে দেখো রিক্ত সসাগরা!
দিশেহারা আকাশে উড়বে না পাখি!!
মৃত দিগন্ত ছুঁয়ে জেগে রবে সময়ের কবি।