কবিতা:-জেগে থাকার অঙ্গীকার
কবি:-মনোজ ভৌমিক


অনেক ঘুমিয়েছি আমি...
আর ঘুমোতে চাই না!
ঘুমিয়ে ঘুমিয়ে অনেক আশার স্বপ্ন দেখেছি।
এবার জেগে থাকতে চাই!
জেগে থেকে পৃথিবীর শেষ নি:শ্বাস শুঁকে যেতে চাই!


কে তুমি! হে আগুন্তুক!
কেন দেখলে এ পৃথিবীর মুখ!
এর চেয়ে ভালো হত,
যদি শ্বাস চেপে নি:শেষ করে দিত
ঐ আবর্জনার স্তুপ!
তুমি কি পারবে?আমার মত জেগে থাকার শপথ নিতে?
পারবে কি?এই দুর্বিসহ,যন্ত্রণাময় জীবনের সাথে লড়াই করতে?


কেউ নেই এখানে।না ভাই-বন্ধু-আত্মীয়-পরিজন।
সকলেই আজ এক লোক দেখানো আপন জন।
সবার মধ্যে আজ কেবলি প্রতিহিংসা আর স্বার্থের দাবানল।
জন্মেই দেখেছি,জাত-পাত,সূচিত-অনুসূচিতের কুটীল ভ্রুকুটি।
আজ দেখি,ধর্ম নিয়ে উত্তাল রাজনীতি।
চারিদিকে রক্তক্ষয়ী জেহাদি চিৎকার,
বোমার আগুনে উত্তপ্ত ময়দান।


আজও দেখি,বুভুক্ষু মানুষের ফেটে পড়া চোখ।
রুগ্নদেহ,জীর্ণ হাত দুটি তুলে,পথে প্রান্তরে আর্তনাদ ওঠে,
"অন্ন চাই! জল চাই! চাই শুদ্ধ হাওয়া!"
এইভাবে আর কতকাল প্রতীক্ষার দিন গোনা?
চারিদিকে আজ শুধু বিষাক্ত কালো ধোঁয়া।


পৃথিবীর অস্তিত্ব কি আর বেশীদিন স্থায়ী হবে না!
হে নতুন আগুন্তুক!আজ জাগতে হবে!
জেগে জেগে দেখতে হবে,আমার মতন,পৃথিবীর শেষ বিকৃত রূপ।