কবিতাঃ- ঝুঁকতে তোমায় হবেই বন্ধু
✍️ মনোজ ভৌমিক


ঝুঁকতে তোমায় হবেই বন্ধু
থাকবে ক'দিন সোজা?
জীবনের সব অধ্যায়গুলো
বড়ই যে ভার বোঝা।


শৈশবকালে ঝুঁকেছো তুমি
নিয়ে বইয়ের ব্যাগ,
কৈশোরেতে লাগালে ঝুঁকে
ভালোবাসার ট্যাগ।


তারুণ্যেতে ঝোঁকটা ছিল
দপ্তরে আনাগোনা,
ছিঁড়লো শিকে কষ্টে অনেক
চাকরিটা একখানা।


যৌবন মদে মত্ত হয়েই
সংসারে নিলে ঝুঁকি,
হলে তুমি কলুর বলদ
পারলে না দিতে ফাঁকি।


প্রৌঢ়ত্বে কষলে হিসেব
সময়ে পেলে তুমি কি!
বার্ধক্যে ঝুঁকলো ও শরীর
জরা,ব্যাধি দিল উঁকি।


ঝুঁকলে তুমি সারা জীবন
প্রশ্ন শুধুই শেষে,
ঝুঁকতে ঝুঁকতে হলে মাটি
মৃত্যুকে ভালোবসে।